Bluee অ্যাপে Check Offer সমস্যা করতেছেন দেখে নিন সমাধান,আবার আগের মত অফার শো করবে

♥♥আসসালামু আলাইকুম♥♥

সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

পোস্টেরর বিষয়ঃ

উপরের টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি।আজকে আলোচনা করবো Bluee অ্যাপের চেক অফার সমস্যা নিয়ে।আশা করি ব্লু অ্যাপ সম্পর্কে সবাই জানেন কালকে থেকে bluee অ্যাপের চেক অফার সমস্যা করতেছে যেমন লোকেশন এর পারমিশন চাচ্ছে তো এটা কিভাবে সমাধান করব তো চলুন বেশি কথা না বলে সরাসরি পোস্টে আসা যাক।

তো যাদের নিচের সমস্যা টা দেখা দিচ্ছে শুধু তাদের জন্যই আজকের পোস্ট এবং সমাধান।তো আপনারা প্রথমে যা করবেন সেটিংস থেকে বা নোটিফিকেশন বার থেকে Location আইকনটি ওন করে দিবেন।তারপর ট্রাই করে দেখবেন চেক অফার কাজ করে কিনা।না করলে নিচে ফলো করুন।

প্রথমে আপনার ফোনের Google map অ্যাপে চলে যান তারপর দেখানো 3 ডটে ক্লিক করুন।

তারপর Offline areas অপশনে ক্লিক করুন।

তারপর একটা পেজ আসবে সেখানে নিচের দেখানো জায়গায় ক্লিক করুন।

তারপর ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিন।তারপর লোকেশন ওন করে এমনিতেই ব্লু অ্যাপে ঢুকে অফারওয়েলে ক্লিক করে দেখবেন শো করে কিনা।তারপর vpn দিয়ে ট্রাই করুন দেখবেন কাজ হয়ে গেছে গেম শো করতেছে।

বি:দ্রঃজানি অনেকে প্রুফ চাবে তো যাদের প্রুফ এর দরকার হবে তারা ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিওতে লাইভ প্রুফ দেয়া আছে।ভিডিও এর মাঝে যে স্ক্রিনশট নিছিলাম প্রুফের সেটা খুব বাজে দেখা যায়।তারপরও আপনারা চাইলে অ্যাড করে দিব।

যারা পোস্টটি পড়ে কিছু বুঝতে পারেনি তারা নিচের ভিডিও টি দেখতে পারেন।

👉আপনি যদি Tech (প্রযুক্তি) বিষয়ক বা অ্যাপ রিভিউ নিয়ে ভিডিও সবার পেতে চান তাহলে অবশ্যই নিচের লিংকে ক্লিক করে চ্যানেলটি subscribe করুন।


please subscribe my Channel

👉আজ এখানেই শেষ করছি,সবাই ভালো থাকুন সুস্হ থাকুন আর নিত্য নতুন নতুন ট্রিক্স ও টিপস এবং ইসলামিক পোস্ট পেতে আমারটিপ্সএর সাথেই থাকুন।

♥♥আল্লাহ হাফেজ♥♥

Leave a Reply