নেগেটিভ বার অর্থাৎ নিচের সে বাটন আছে ৩ টা
recent, home and back এই ৩টা বাটন, সেখানে যদি এক্টু অ্যানিমেশন দেখায় তাহলে নিশ্চয় সেটি দেখতে খুব চমৎকার লাগবে, আপনি বাটন চাপছেন আর সেখানে নানাধরনের অ্যানিমেশন দেখাচ্ছেব, বিভিন্ন গেম, তারপর ফুল,আরও অন্যকিছু দেখালে নিশ্চয় খুব সুন্দর লাগে,
এমনিতেই এই বাটনটা দেখতে কেমন জানি লাগে তাই এতে একটু অ্যানিমেশন দেখালে সেটা অন্যের থেকে একটু ভিন্ন-ই দেখাবে।
আচ্ছা চলুন দেখে নেওয়া যাক কিভাবেঃ
প্রথমে এই এপ্সটি ডাউনলোড করে নিন।
Navigation bar Animation
Download from here]
ডাউনলোড হয়ে গেলে এবার অপেন করুন
এবার উপরের দিকে on এ ক্লিক করুন।
এবার এটা অন করে দিন,এবং তারপর বেক আসুন।
এখানের যেকোন একটার মধ্যে ঢুকুন।
তারপর যেকোন একটা সিলেক্ট করে দিন।
এখন দেখুন
Credit -> Amartips.Mobi.