আজকে একটু ভিন্নধর্মী একটা পোষ্ট আপ্নাদের সাথে শেয়ার করবো। আজকের পোষ্টে আপনাদের google এর ৫টি মজার জিনিস দেখাবোব,যেগুলো হয়তো এর আগে আপনি দেখেন নি। তো চলুন দেখা যাকঃ
১. Thanos
গুগলে প্রথমে thanos লিখে সার্চ করবেন।
এমন একটি পেইজ আসবে এখানে ক্লিক করবেন।
এখন দেখবেন, এখানের সবগুলো সার্চ রেজাল্ট থেকে একটা একটা করে গায়েব হয়ে যাবে।
–
২. Colour Picker
গুগলে colour picker লিখে সার্চ করলে এটা আসবে।
এখানে থেকে আপনি আপনার ইচ্ছামতো যেকোন কালার সিলেক্ট করতে পারবেন।
এখান থেকে যেকোন একটা কালার বাছাই করে তা শেয়ার করতে পারবেন।
৩. 10 value Spinner
10 value spinner লিখে সার্চ করবেন
এমন একটা পেইজ আসবে, এখানে আপনি আপ্নার ইচ্ছামত স্পিন করতে পারেবন।
এখান থেকে নাম্বারের বদলে fidget spinner. বাছাই করতে পারেন।
–
৪.Roll a dice
role a dice লিখে গুগলে সার্চ করবেন
তারপর এমন একটি পেজ আসবে, এখানে role এ ক্লিক করলে dice টি roll হবে, আর আপনি পয়েন্ট দেখতে পাবেন।
–
৫. breathing exercise
breathing exercise লিখে সার্চ করবেন।
এখানে ১ মিনিট শ্বাস-প্রশ্বাস নিতে বলবে।
breathe in এর সময় শ্বাস নিবেন
breathe out এর সময় শ্বাস ছাড়বেন।