সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন।আজ আমি বাংলাদেশী এমন কিছু এপস নিয়ে কথা বলবো,যেগুলি আপনার দৈনন্দিন জীবনকে আরো সহজ করে তুলবে।আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবগুলি এপসই বাংলাদেশী।প্রথমেই বলে রাখি যারা ঢাকার বাইরে রয়েছেন তাদের জন্য এপসগুলি তেমন নাও কাজে লাগতে পারে।আর যদি আপনি ঢাকার ভেতরে হয়ে থাকেন এপসগুলি আপনার মোবাইলে অবশ্যই রাখা উচিত বলে আমি মনে করি।সবগুলি এপসই আপনার ট্রাই করে দেখা উচিৎ।
১) পাঠাওঃ
জ্যামের নগরী হচ্ছে ঢাকা।জ্যাম থেকে বাঁচার জন্য এবং আপনার গন্তব্য স্থানে দ্রুত পৌছাতে এই এপসটি আপনাকে অনেক সাহায্য করবে।এছাড়া এই এপসে আরো একটি সুবিধা রয়েছে তাহলো ফুড ডেলভারী সুবিধা।ঘরে বসেই আপনার পছন্দের হোটেলের খাবার অর্ডার করতে পারবেন।
২) সেবা এক্স ওয়াই জেটঃ
এটিও একটি অসাধারন বাংলাদেশী এপ।ঘরের বাথরুম পরিষ্কার থেকে কাজের বুয়া,ইলেকট্রিশিয়ান,গাড়ি ভাড়া সবই করতে পারবেন এই এপ দিয়ে।ঘরে বসেই নিতে পারবেন সকল সুবিধা।
৩)ঢাকা ডেটিং
এটি একটি জীবনসঙ্গী খুঁজে পাওয়ার এপ। এর মাধ্যমে আপনি আপনার পছন্দের জীবনসঙ্গীকে সহজেই খুঁজে পাবেন।এটি একটি চমৎকার এপ। যার মাধ্যমে আপনি নতুন কোন মানুষের সাথে সহজে পরিচিত হতে পারবেন।
৪) ডিজিটাল মানুষঃ
এটি একটি অসাধারন এপ।এটি দিয়ে আপনি আপনার এলাকার সকল প্রয়োজনীয় সার্ভিসিং দোকানের মোবাইল নাম্বার খুঁজে পাবেন।যেমনঃ ইলেকট্রিশিয়ান।ফোন করলেই তারা বাসায় হাজির হয়ে যাবে।(শুধুমাত্র ঢাকা শহরের এলাকা)
৫) চালডালঃ
এটিও একটি অসাধারন এপ।এটি দিয়ে আপনি ঘরে বসেই মাছ,মাংস,সবজি বাজার করতে পারবেন।তারা ফ্রি হোম ডেলিভারী দেয়।অর্থাৎ ঘরে বসেই আপনি আপনার বাজার সেরে ফেলতে পারছেন।এই এপসে অনেক সময় নানারকম অফারও পাওয়া যায়।
এই এপসগুলির বিকল্প আরো অনেক এপস থাকতে পারে।
ধন্যবাদ, পোস্টটি পড়ার জন্য।আমারটিপ্সর সাথেই থাকুন।