যারা ২০১৯ সালে ভোটার তালিকায় নাম নিবন্ধন করেছেন তারা নেট থেকে প্রিন্টকপি উঠাতে পারবেন না। তারা যদি প্রিন্টকপি নিতে চান তাহলে সোনালি ব্যাংকে চালানের মাধ্যমে ২৩০ টাকা জমা দিয়ে ( ২০০ টাকা মুল এবং ৩০ টাকা ভ্যাট বাবদ) আপনার নিকটস্থ উপজেলা নির্বাচন অফিসে গেলে প্রিন্টকপি সংগ্রহ করতে পারবেন। উপজেলা নির্বাচন অফিসার কপিটি সত্যায়িত করে দেবেন, সেটি দিয়ে পাসপোর্ট ও ভিসা সহ সকল কাজ করা যাবে। আর যদি কেউ শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রের নম্বর নিতে চান তাহলে ০১৬১৩২৫১০৭৫ এই নম্বরে আপনার নিবন্ধন ফরম নম্বরটি পাঠিয়ে দিলে কোন টাকা ছাড়া আইডি নম্বরটি নিতে পারবেন (অবশ্যই অফিস টাইমে)। এবং টাকা দিয়ে অসাধুভাবে করো কাছ থেকে প্রিন্ট কপি নিবেন না। প্রিন্ট কপি নিতে হলে অবশ্যই সোনালি ব্যাংকে টাকা জমার মাধ্যমে নির্বাচন অফিস থেকে নিবেন।
Credit -> Amartips.Mobi.