করোনাভাইরাস, বর্তমানে এই রোগের নাম দেয়া হয়েছে কোভিড-১৯, এই রোগটিকে বর্তমানে বিশ্ব মহামারি হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।
করোনাভাইরাস একটি সংক্রামক ভাইরাস – এবং এটি সম্পূর্ণ নতুন একটি রোগ যা এর আগে কখনো মানুষের মধ্যে ছড়ায়নি ।
চিন থেকে উৎপত্তি হওয়া এই ভাইরাস টি বর্তমানে মোটামুটি সকল দেশেই ছড়িয়ে গিয়েছে ।
সম্প্রতি আমাদের বাংলাদেশেও এই ভাইরাস টি ধরা পরেছে –
#CareerMessages
এবং বর্তমানে এই ভাইরাস টির প্রতিষেধক এখনো পুরোপুরি ভাবে বের করা সম্ভব হয় নি –
কয়েকটি দেশ ইতিমধ্যে প্রতিষেধক তৈরি করার কথা – দাবি করলেও এটি পরীক্ষার মূলক ভাবে এখন রয়েছে –
পুরোপুরি ভাবে এখনো এটি বাজারে ছাড়া হয় নি বা কনফার্ম কোন তথ্য পাওয়া যায় নি ।
সুতরাং – এটির প্রতিষেধক তৈরি না হওয়া পর্যন্ত এটি একটি ভয়ের বিষয়-
তাই এটি জেনো আমাদের দেশে মহামারি আকার ধারণ করতে না পারে -এ জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে –
সব চেয়ে বড় সমস্যা হল – এটি ছোঁয়া ছেয়ে রোগ খুব সামান্য কারণেও এই রোগ একজনের থেকে অন্য জনের সরিরে প্রবেশ করতে পারে ।
যেমন – একজন রোগীর সাথে কথা বলতে বলতে অথবা তাকে স্পর্শ করলেও এই রোগ হতে পারে ।
আপনারা হয়ত জানেন ইতিমধ্যে আমাদের দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে । –
#CareerMessages
বর্তমানে কর্মক্ষেত্র চালু থাকলেও অনেক যায়গায় কিছু কর্মক্ষেত্র বন্ধ করা হয়েছে
এবং যদি এই রোগ টি আমাদের দেশে মহামারি আকার ধারণ করে তাহলে সকল কর্ম ক্ষেত্র অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হতে পারে ।
ডিফেন্স এর চাকরির ক্ষেত্রে ইতি মধ্যে বাংলাদেশ নৌবাহিনী – তাদের সকল নিয়োগ কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
অন্যান্য বাহিনীর নিয়োগ কার্যক্রম এর – এখন পর্যন্ত কোন অফিশিয়াল নোটিস না আসলেও সকল বাহিনীর নিয়োগ কার্যক্রম বন্ধ করার সম্ভাবনা অনেক বেশি । কিছু দিনের মধ্যেই তা বন্ধ হয়ে যেতে পারে । –
কাড়ন ডিফেন্স এ একসাথে অনেক প্রার্থীর নিয়োগ কার্যক্রম হয়ে থাকে এক্ষেত্রে ভাইরাস টি দ্বারা অন্য সবাই সংক্রামিত হতে পারে ।
এ কাড়নে নিয়োগ কার্যক্রম সচল- থাকলে আক্রান্ত রোগীর সংখ্যা বারার সম্ভাবনা রয়েছে ।
কিছু কিছু চাকরির আবেদন করার প্রক্রিয়া এখনো সচল রয়েছে – তবে নিয়োগ পরীক্ষা কবে হবে এটি নিশ্চিত নয় –
এবং
সম্প্রতি ডিফেন্স সহ সকল চাকরির নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেয়ার সম্ভাবনা অনেক বেশি ।
পরিশেষে – করোনা ভাইরাস থেকে সবাই সতর্ক থাকুন –
[ আশা করছি সম্পূর্ণ বেপার টি ভালোভাবে বুঝতে পেড়েছেন । পরবর্তীতে কোন বিষয় এ জানতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ]
[ কেও কপি করলে ক্রেডিট দিবেন #CareerMessages এর ] ক্রেডিট দিলে আরো পোষ্ট পাবেন নয়ত পাবেন না ।
(আজকে এই পর্যন্ত কথা হবে পরবর্তী টিউন এ)
বিদ্রঃ –
ডিফেন্স। সরকারি। প্রাইভেট সকল প্রকার চাকরির গোপন তথ্য – সাহায্য এবং ডিফেন্স এর মেডিক্যাল যে, কোন সমস্যার সমাধান এবং রহস্য ও রোমাঞ্চ ভিন্ন রকম ভিডিও পেতে আমাদের চ্যানেল টি ভিজিট করতে পারেন।
(ভালো লাগলে Subscribe করবেন)
( আমাদের চ্যানেল এ ১০০ ভাগ সঠিক তথ্য প্রদান করা হয় – যা আপনি নিজে যাচাই করে দেখতে পারেন )
( আমাদের চ্যানেল এ ১০০ ভাগ সঠিক তথ্য প্রভাইট করা হয় – যা আপনি নিজে যাচাই করে দেখতে পারেন )
আমাদের চ্যানেল – Career Messages
যদি কোন যায়গায় বুঝতে সমস্যা হয় টিউমেন্ট করবেন আমি ইন শা আল্লাহ্ উওর দিবো।