চিত্রবিনোদনের মাধ্যম হিসেবে এখন জনপ্রিয় হচ্ছে ইউটিউব, টিকটক ইত্যাদি। কিন্তু আপনি যদি All রাউন্ডার না হয়ে থাকেন অর্থাৎ আপনার যদি নির্দিষ্ট কিছু জনরার ভিডিও ভাল লেগে থাকে তবে আপনি কি করবেন৷ ইউটউবে সার্চ দিলে মজাদার ভিডিও পাওয়া যায় কিন্তু আপনার পছন্দ অনুযায়ী ভিডিও খুজে পাওয়া কঠিন। তাই এই সমস্যা সমাধানে এবং বিনোদনের বিকল্প মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন Neverthink. এতে রয়েছে আপনার পছন্দের জনরা সিলেক্ট করার উপায় এবং ক্যাটাগরি হিসেবে দেখার সুযোগ। আপনি চাইলে আপনার টিভিতে বা অন্য কোনো ডিভাইসে কাস্ট করতে পারেন। এবং
মজাদার ব্যাপার হচ্ছে আপনি চাইলে Neverthink থেকে দেখা ভিডিওগুলো ইউটিউবে দেখতে পারবেন। তার জন্য থ্রি ডট মেনু থেকে আপনাকে প্লে অন ইউটিউব সিলেক্ট করতে পারবেন। আপনার পছন্দের ভিডিও আপন চাইলে লাইক দিয়ে সেইভ করতে পারেন এবং আপনার কোনো একাউন্ট খোলার প্রয়োজন নেই। কোনো প্রকার একাউন্ট না খোলেও আপনি চাইলে এপটি ব্যবহার করতে পারেন। আপনি যদি কন্টেন্ট মেইকার হন তবে আপনি চাইলে এখান থেকে মিম কালেক্ট করতে পারেন। বিনোদনের মাধ্যম ছাড়াও অন্যান্য কাজে আপনার
প্রয়োজনে আপনি চাইলে এপটি ব্যবহার করতে পারেন।
DETAILS
Rating: 4.5
Size: 12MB
Download: 500K
DOWNLOAD
SCREENSHOTS
SUPPORT ME
হ্যাকিং আর্নিং ইত্যাদির জন্য জয়েন করুন আমার চ্যানেলে।