আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন।
প্রথমেই বলে নিচ্ছি আমি এসব আর্নিং রিলেটেড এপস রিভিউতে কোন রেফার ব্যাবহার করি না এবং কখনো করবোও না। সরাসরি প্লে স্টোরের লিংক দিই।
এ কথাটা বললাম এই কারনেই, আপনারা হয়তো অনেকেই মনে করে থাকবেন যে, আমি নিশ্চই রেফার ব্যাবহার করার জন্যই হয়তো এই পোস্ট করেছি। কারন, যারা এসব আর্নিং এপস সেয়ার করে তারা তাই করে। আমি মুলত নতুন কিছু সেয়ার করার আগ্রহ নিয়ে পোস্ট করি।
মুল কথায় আসা যাক,
আপনারা অনেকেই বিভিন্ন ক্যাপচা সাইটে কাজ করে আয় করেন। আজকে মুলত একটি এপ সেয়ার করবো যেটাতে আপনারা ক্যাপসা করে আয় করতে পারবেন।
এপসটির কয়েকটি সুবিধা:
ক্যাপচা বুঝতে অসবিধা হবে না (স্পষ্ট)।
এপসে ক্যাপচা ছাড়া ভিবিন্ন ভাবে আয় করার যায়।
স্পিন/ড্র/ ভিডিও দেখে আয় করা যায়।
রেফার তো থাকছেই।
বি: দ্র: এপটিতে এড আসবে বার বার । এটা স্কিপ করবেন।
যেভাবে কাজ করবেন:
প্রথমেই এপসটি ডাউনলোড করুন প্লে স্টোর থেকে।
Play Store Link
এরপর আপনার নাম, মোবইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করুন।
এরপরের কাজ গুলা আশা করি আপনারা আমার থেকে ভালো পারবেন।
পেমেন্ট:
১ হাজার পয়েন্টে এক ১ডলার।
১০ হাজার পয়েন্ট তথা ১০ ডলার হলে তুলতে পারবেন।
পেমেন্ট পেপালের মাধ্যমে নিতে পারবেন।
রেফার:
সাধারনত ক্যাপসাতে আয়ের প্রধান হচ্ছে রেফার করা। এই এপটিতেও সেম। আপনি প্রতি রেফারে 100 পয়েন্ট পাবেন। তার মানে ১০ কে রেফার করলেই পাবেন ১ ডলার।
এবার স্কিনশট দেখুন:
সাইনআপে ক্লিক করে আপনার একাউন্টটি তৈরি করুন।
এটা হচ্ছে আপনার ড্যসবোর্ডের নমুনা।
স্কাচ করে প্রতিদিন বেশ কয়েকবার কয়েন নিতে পারবেন।
লাকি ড্র করেও কয়েকবার কয়েন নিতে পারবেন।
আশা করি, যারা ক্যাপচা করেন তারা এই এপটি একবার হলেও ট্রাই করে দেখবেন। নিরাশ হবেন না। ধৈয্য সহকারে কাজ করুন। ধন্যবাদ।