এখন ফেসবুক গ্রুপ বা পেজ থেকে প্রমোশনের মাধ্যমে গ্রুপ/পেজ এডমিনরা আয় করতে পারবেন ।
জানিনা এটা কতটা সফল হবে, তবে এটা ফেসবুক অফিশিয়ালি এনাউন্স করেছে ।
মাত্র ১০০০ গ্রুপ মেম্বার আর পাব্লিক গ্রুপ হলেই আপনারা এই ফিচারটি পেতে পারেন আপনার গ্রুপেও ।
এটার মাদ্ধমে আপনি কারো প্রোডাক্ট প্রমোট করে দিয়ে আয় করতে পারবেন ।
যারা আপনার দ্বারা প্রমোট করবে তাদের পেজ বা Event কে ট্যাগ করার অপশন থাকবে আর লেখা থাকবে Sponsored Post এইরকম ।

গ্রুপের জন্য ফিচারটি নিতে নিচের লিংক থেকে এপ্লাই করুন ।
আর যাদের ফেসবুক পেজ আছে এখান থেকে এপ্লাই করেনঃ

আপনি যখন আপনার পেজ থেকে কোন ব্রান্ডকে ট্যাগ করে প্রমোট করবেন তখন অনেকটা এমন দেখাবেঃ

★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ
★★ ফেসবুক পেজের About অপশনে ছবি দিন । Add image in Facebook Page About Section
★★আপনার কম্পিউটারের নরমাল কীবোর্ডে মেকানিক্যাল কীবোর্ডের সাউন্ড ব্যবহার করুন!
★★ Shutterstock থেকে ফ্রিতে ছবি ডাউনলোড করুন । কোন প্রকার Watermark ছাড়াই!