আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি তা বর্তমান সময়ের খুব জনপ্রিয় একটি পেশা । বেশি কথা না বলে চলুন শুরু করা যাক ।
এই সুযোগটা দিচ্ছে মুলত বাংলাদেশী একটি হোষ্টিং কোম্পানী । তারা এ বিষয়ে তাদের ওয়েবসাইটে একটি নোটিস প্রদান করেছে । চলুন দেখে নেয়া যাক তাদের নোটিস টি:
তাদের অফিশিয়াল নোটিস লিংক: CLICK HERE
তাদের অফিশিয়াল নোটিসের হুবহু কপি:
”মুন্নিহোষ্টের সম্মানিত গ্রাহক, ভিজিটর, শুভাকাঙ্খী ও সকলদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে, মুন্নিহোষ্ট থেকে যেকোন ডোমেইন এন্ড হোষ্টিং সার্ভিস কিনলেই পাচ্ছেন ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্স সম্পূর্ণ ফ্রী ।
বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপট অনুযায়ী দারীদ্রতা ও বেকারত্ব দূরীকরণে যুবসমাজকে এগিয়ে নিতে ফ্রিলান্সিং খুব জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় । কিন্তু অনেকেরই এ বিষয়ে যথেষ্ট জ্ঞান না থাকায় বা এ বিষয়ে সঠিক গাইডলাইন না থাকায়, ইচ্ছা থাকা সত্বেও এ বিষয়ে এগোতে পারছেন না বা সুষ্পষ্ট ধারণা নিতেও পারছেন না । ইতিমধ্যে বাংলাদেশের অনেক সনামধন্য কিছু আইটি ইনষ্টিটিউট এ বিষয়ে কোর্স চালু করেছেন এবং অনেকেই তাদের থেকে কোর্স করে সাফল্য লাভ করছেন । কিন্তু তাদের সমস্ত কোর্সগুলোর জন্য যে এমাউন্ট টা রাখা হচ্ছে তা বাংলাদেশের বেকার সমাজ বা অনেকের জন্যই কষ্টসাধ্য বিষয় । ফলে অনেকেই ইচ্ছাথাকা সত্বেও পিছিয়ে যাচ্ছে । আমরা মূলত তাদের জন্যই এই কোর্সটির ব্যবস্থা করতে যাচ্ছি । এবং ট্রেইনার হিসেবে আমাদের ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এক্সপার্ট টীম সম্পূর্ণ দ্বায়ীক্ত পালন করবে । তাছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাদের এক্সপার্ট ডেভেলপার এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থীরা এ বিষয়ে আমাদের সহযোগীতা করবে ।
আমরা মূলত যেভাবে আমাদের এই কোর্সটি চালু করতে যাচ্ছি তার কিছু সংক্ষিপ্ত বিবরণ:
বেসিক থেকে শুরু করে এডভান্স লেভেল পর্যন্ত সম্পূর্ণ বাংলায় ক্লাস প্রদান করা হবে
স্টেপ বাই স্টেপ স্ক্রিনশেয়ার করে ট্রেইনআপ করা হবে । (লিংক শেয়ার করা হবে যেখানে শিক্ষার্থীরা লাইভ ক্লাস দেখতে পারবে।)
ক্লাস চলাকালীন প্রতিটা শিক্ষার্থী এবং ট্রেইনার পরস্পরের সাথে কথা বলে তাদের সমস্যা, বা কোন বিষয় বুঝতে সমস্যা হলে প্রশ্ন করতে পারবে বা তাদের মতামত জানাতে পারবে ।
কোর্স শেষে প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট প্রদান করা হবে
ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে(Fiverr,upwork,freelancer) কিভাবে কাজ করতে হবে, কিভাবে কাজ কমপ্লিট করে ক্লাইন্টসকে বুঝিয়ে দিতে হবে ক্ষেত্রে সহযোগীতা করা হবে ।
বিভিন্ন প্রিমিয়াম ডিজাইন, ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থীম+প্লাগিন, প্রিমিয়াম পিএইপি স্ক্রিপ্ট সকল শিক্ষার্থীদের জন্য ফ্রি এক্সেস দেয়া হবে ।
জব হোল্ডার, শিক্ষার্থী বা বেকার যুবকদের ব্যাচভিত্তিক আলাদা আলাদা ক্লাস সিডিউল করার ব্যবস্থা । (বি:দ্র: প্রতি ব্যাচে 20 জন করে ক্লাস নেয়া হবে ।)
বিশেষ করে আমাদের প্রতিটা ক্লাসই সন্ধাকালীন হবে । কেননা, আমাদের এ বিষয়ে এক্সপার্ট ট্রেইনার টীম তাদের ফ্রী সময়টাতে এই ক্লাস গুলো পরিচালনা করবে ।
আমরা যে যে বিষয়ে কোর্স চালু করতে যাচ্ছি:
ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট (ফ্রী)
গ্রাফিক্স ডিজাইন
আপাতত এই দুইটি বিষয় নিয়ে আমরা আমাদের এই যাত্রা শুরু করতে যাচ্ছি ।
শিখতে যা যা আপনার থাকা লাগবে :
এন্ডয়েড ফোন/কম্পিউটার/ল্যাপটপ (যেহেতু আমরা অনলাইনে ক্লাস পরিচালনা করবো । তাই আপনার এই ক্লাসে অংশগ্রহন করার জন্য, অবশ্যই এন্ডয়েড ফোন/কম্পিউটার অথবা ল্যাপটপ থাকতে হবে )
আগ্রহীগণ অনলাইনে এডমিশন পেতে লিংকটিতে ক্লিক করুন Admission Form
এডমিশন ডিটেইল এবং শিক্ষার্থী লগিন ইনফরমেশন আপনাকে ইমেইল এবং মোবাইল নাম্বারে এসএমএস করে জানিয়ে দেয়া হবে ।
ক্লাস সিডিউল বা ক্লাস সংক্রান্ত যেকোন আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে একটিভ থাকুন । আমাদের ফেসবুক পেজ Munni Host FB Page
বিস্তারিত জানতে যোগাযোগ করুন 01400996000
ধন্যবাদ সবাইকে,
MunniHost Team”
তো বন্ধুরা বুঝতেই পারলেন তাদের নোটিসটা । আমি মনে করি তাদের এই উদ্বেগটা আমাদের মতো সাধারণদের জন্য অনেক ভালো হবে । এবং বেকারত্ব দূরিকরণে এদের এই উদ্বেগটা অনেক ভালো ভূমিকা পালন করবে ।
আর তাদের হোষ্টিং সার্ভিস এর দামও তুলনামূলকভাবে অনেক কম । যেহেতু ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শেখার জন্য ডোমেইন হোষ্টিং বাধ্যতামূলক । তাই এক্ষেত্রে ডোমেইন হোষ্টিং সার্ভিস নিয়ে আপনাকে এডমিশন কনফার্ম করতে হবে ।
তাদের কিছু ডোমেইন এবং হোষ্টিং প্যাকেজ:
*10GB Superfast SSD Hosting=999tk
*20GB Superfast SSD Hosting+Free .Com Domain=1499tk
*Unlimited Superfast SSD Hosting+Free .Com Domain=4999tk
আর তাদের হোষ্টিং সার্ভিসটাও তুলনামূলক অনেক ভালো । তাদের WHMCS & cPanel লাইসেন্স করা আছে । চাইলে চেক করে দেখতে পারেন । তাই নিশ্চিন্তে তাদের হোষ্টিং সার্ভিস ব্যবহার করতে পারেন ।
আমি মূলত ৯৯৯টাকার হোষ্টিং প্যাকেজ এবং xyz ডোমেইন(৯৯টাকা)=সর্বমোট ১০৯৮টাকায় ডোমেইন হোষ্টিং নিয়ে আমার এডমিশন কনফার্ম করেছি ।
আগ্রহীরা আপনাদের মনমতো যেকোন প্যাকেজ কিনে তাদের এডমিশন কনফার্ম করতে পারেন ।
পোষ্টে আমি আমার মতো করে লিখেছি । যদি কোন ভুল হয়ে থাকে তবে ক্ষমা করবেন ।