আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।
আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্প্রতি রিলিজ হওয়া বাংলা ওয়েব সিরিজ Contract এর ডাউনলোড লিংক সাথে আমার স্পয়লারবিহীন রিভিউ। তো চলুন শুরু করা যাক।
Web Series: Contract (2021)
Cast: Chanchal Chowdhury, Arifin Shuvo, Aisha Khan, Tariq Anam Khan Etc.
Seasons:1 (Episodes 6)
Imdb Ratings: 7.5/10
Personal Rating: 9/10
***স্পয়লারবিহীন রিভিউ***
অন্যান্য ইন্ডাস্ট্রির ভাল কন্টেন্টম্পূর্ণ মুভি/ওয়েব সিরিজ গুলো যখন দেখতাম তখন আনন্দ উপভোগের সাথে একটা আফসোস হত-“আমাদের দেশে এরকম কিছু কেন তৈরি হয় না!” কিন্তু আজকে Contract দেখার সময় অনুভব করলাম,আমার সেই আফসোস Contract প্রশমিত করছে।বিদেশের মুভি-সিরিজ গুলো দেখে আমি আমাদের দেশের মুভি-সিরিজগুলোতে যে ধরনের কাহিনী, স্ক্রিন কালার,স্ক্রিনপ্লে মিস করতাম সেগুলো আমি Contract এ খুজে পেয়েছি।প্রথমে একটু ভয় করছিল যে প্রত্যাশা পূরণ করতে মনে হয় পারবে না, কিন্তু সময় গড়ার সাথে সাথে এই অনুভূতিগুলো আমি অনুভব করেছি।
আমাদের দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রক সংস্থা গুলো নিয়ে তেমন কোন কাজ হয় না।আর যেটুকুও বা হয় সেখানে তাদের উপস্থাপন হাস্যকর এবং একই সাথে মেজাজ খারাপ করায়।আর সিক্রেট সার্ভিস নিয়ে তেমন কোন কাজ এদেশে মনে হয় এটাই প্রথম।তারপরেও NSI (সিরিজে NSA) কে যত সুন্দর,সাবলিল এবং প্রফেশনালি উপস্থাপন করা হয়েছে, ঢাকা এট্যাকে বাংলাদেশ পুলিশকেও এতটা সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে বলে আমার মনে হয় না।
হয়ত বেশি হয়ে যায় তবুও আমি বলবো, হলিউড-বলিউড-কোরিয়ান বা অন্যান্য ইন্ডাস্ট্রিতে তাদের সিকিউরিটি সার্ভিসগুলোকে যেভাবে উপস্থাপন করা হয় সেই ফিল আমি Contract এ পেয়েছি। শ্যামল মাওলা অনবদ্য ছিল।আর চঞ্চল চৌধুরীকে নিয়ে কিছু লিখবো না। যতটুকুই লিখি,মন ভরবে না।অন্যান্য সকলের অভিনয়, অভিব্যক্তি, ডায়লগ ডেলিভারিও আমাকে অসম্ভব পরিতৃপ্ত করেছে।
রিসেন্ট টাইমে সবচেয়ে বেশি হাইপ তোলা সিরিজের ভিতর অন্যতম এটা। বাঙালীদের মনে জ্যাক স্নাইডারের জাস্টিস লীগ ছাড়াও যে কোনো বাংলা সিরিজ হাইপ ক্রিয়েট করবে কেই বা ভেবেছিলো বলেন। সেই হাইপ এর যথার্থতা কতটুকু ছিলো সেটা অবশ্যই দেখার সময় আপনার উপলব্ধি হবে। তবে আমার মতে সেটা একেবারে যে ফুলফিল হইসে সেটা না বলতে পারলেও খারাপ হয়নি। অন্তত আমরা যে এই রকম কিছু পাওয়া শুরু করলাম এটাই অনেক বড় প্রাপ্তি বলা যেতে পারে।
পুরা সিরিজটায় দুইটা এংগেল সিলেক্ট করতে পারবেন। তাতে নির্ভর করবে আপনার ভালো লাগার পরিমাণ। আপনি যদি প্রফেশনাল এংগেল থেকে দেখেন। ভুলভ্রান্তি অনেক পাবেন। ক্রিটিসাইজ করার প্লেস পাবেন বেশ কয়েক জায়গায়। আরেকটা এংগেল হলো দেশের সিনেমা পরিস্থিতি বিবেচনায় দেখবেন কিনা। এই এংগেল থেকে দেখলে এখন অবধি এরকম কিছু বাংলাদেশের এক কথায় নাই। বিশেষ করে ক্রাইম থ্রিলারের মতো হট ফিল্ডে আমাদের কিচ্ছু নাই। সেইখানে তারা সাহস এবং প্যাশনের সাথে অনেক ভালোভাবেই চেষ্টা করসে আমাদের মাঝে কিছু দিতে যেটা প্রশংসার চরমতম দাবিদার। এটা ভবিষ্যতে আরো ভালো কিছুর জন্য দরজা খুলে দেয়ার মতো একটা কিছু।
এবার ডাউনলোড করার পালা।
আমি নিচে গুগল ড্রাইভ এর ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি।আপনারা গুগল একাউন্টে লগইন করে ডাউনলোড করে নিবেন।
480p Link: Download Link Here
720p Link: Download Link Here
1080p Link: Download Link Here
তো আজকে এই পর্যন্তই।পোস্টে কোনো ত্রুটি বা আপনাদের কিছু জানার থাকলে বা পোস্টটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।
আরো মুভি রিভিউ পেতে ঘুরে আসতে পারেন আমাদের সাইটঃ Tipsnewsbd
আমার অন্যান্য পোস্টঃ
Spotify Premium Unlocked App Download
সবাই ভালো থাকবেন।সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।