ফ্রিল্যান্সার ডট কমের নতুন Bid Insights ফিচার দেখেনিন।
তাহলে এটার মধ্যে কি কি থাকবে চলুন দেখে নেওয়া যাকঃ
Project
Time to bid
Bid Rank
Winning Bid
Your Bid
Actions Taken
Client Information
Client’s Verification
Chat Initiated
Project: এর মধ্যে আপনার বিড করা সকল প্রজেক্টের টাইটেল দেখাবে।
Time to bid: প্রজেক্ট পরার কত সময়ের মধ্যে বিড করেছিলেন সেটা দেখতে পারবেন এখানে। যত দ্রুত বিড করবেন ততদ্রুত ক্লায়েন্টের নজরে পড়বেন ।
Bid Rank: সকল বিডের মধ্যে আপনার র্যাংকি কত নম্বর সেটা বিড র্যাংকিং এর মধ্যে দেখতে পাবেন । আপনার র্যাং যত কম থাকবে ক্লায়েন্টের নজরে তত দ্রুত যেতে পারবেন।
Winning Bid: আপনি প্রজেকটা কত ডলারে নিয়েছেন সেটা দেখাবে ।
Your Bid: আপনি কত ডলারে প্রজেক্টাতে বিড করেছেন সেটা এখানে দেখাবে ।
Actions Taken: এইডা নিয়ে জানিনে করো জানা থাকলে বইলেন আপডেট কইরা দিমুনে।
Client Information: ক্লায়েন্ট কোন দেশের, ক্লায়েন্টের প্রোফাইল রেটিং, ক্লায়েন্ট কতগুলো কাজ করিয়েছে এসব ক্লায়েন্টের ইনফর্ম্যাশনে দেখতে পারবেন ।
Client’s Verification: ক্লায়েন্ট’স ভেরিফিকেশনে দেখতে পারবেন ক্লায়েন্টের পেমেন্ট ম্যাথড ভেরিফাইড কিনা, তার প্রোফাইল, ইমেইল, ফোন নাম্বার এবং কেওয়াইসি ভেরিফাই করা আছে কিনা সব গুলো এখানে দেখতে পারবেন ।
Chat Initiated: ক্লায়েন্ট যদি আপনাকে নিজে থেকে মেসেজ করে তাহলে আপনি এই অপশন পেয়ে যাবেন । তাছাড়া ক্লায়েন্টকে মেসেজ করতে পারবেন না।
বুঝার সুবিধার্থে একটা ইমেইজ যুক্ত করে দিলাম । আশা করি ক্লিয়ার হয়ে যাবেন ।

ফ্রিল্যান্সার ডট কমের নতুন Bid Insights ফিচার দেখেনিন।