আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়াপকিজ দিয়ে, গুগলের মতো একটা সার্চ ইন্জিন তৈরী করা যায়, এই তৈরী করা সার্চ ইন্জিন সাইটে কোন কিছু সার্চ করলে গুগলের মতো সবকিছু দেখাবে সার্চ করা কন্টেন্টগুলো।
আর এই সার্চ ইন্জিন সাইটে আপনি বিভিন্ন সাইটের এ্যাড বসিয়ে ইনকাম করতে পারবেন, এবং চাইলে একটা টপ লেভেল ডোমেইন এড করে এডসেন্স দিয়েও ভালো পরিমানের ইনকাম করতে পারেন।
আবার কৌতূহলবশত বন্ধুদের দেখানোর জন্য ও তৈরী করতে পারেন।
যাইহোক এটা আপনার ইচ্ছা।
আমি রেজিস্ট্রেশন থেকে শুরু করে এ টু জেট সব স্কিনসটের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো, আশা করি সবাই খুব সহজেই তৈরী করতে পারবে।
ডেমো দেখতে এখানে ক্লিক করুন
১.এই লিংকে থেকে রেজিস্টার এ ক্লিক করুন
২. এরকম আসবে আপনি আমার মতো সব তথ্য দিয়ে একাউন্ট ক্রিয়েট করুন।
৩. এবার সাইটের নাম ও ডিপক্রিপশন দিয়ে, ক্রিয়েট করুন।
৪.এরকম আসবে, এখান থেকে নিচে যাবেন।
৫. এক্সট্রার নিচে প্রেসট টেমপ্লেট ও ক্লিক করুন।
৬. ডাউনলোড টেমপ্লেটটি এপ্লাই করুন।
৭. -1 দিয়ে জাম্প এ ক্লিক করুন।
৮. এবার আইটেমে ক্লিক করুন।
৯. এবার একটা ইলেমেন্ট রেখে বাকিগুলো ডিলিট করে দেন, আমি একটা রিমুভ করে দেখাই। ডিলিট করার জন্য এক্স এ ক্লিক করুন।
১০. তারপর ইয়েস ক্লিক করুন।
১২, আমার দেয়া -1 header কোডটি পেস্ট করে দিন, এগুলো কেটে দিয়ে। তারপর এডিটে ক্লিক করুন।
১৩. আবার -২ লিখে ক্লিক করুন
১৪ . এখানে আপনি আগের মতো ইডিট এরপর আইটেমে ক্লিক এ করুন।
১৫. এবার আমার দেয়া -২ ফুটার কোডটি পেস্ট করে, এডিট করুন।
মনে রাখবেন আগের কোড ব্যাক বাটন প্রেস করে রিমুভ করে তারপর কোড পেস্ট করবেন।
এখান থেকে কোডগুলোর ডাউনলোড করে নিন
ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আর্টিকেল টি খারাপ লাগলে একটা রিপোর্ট মেরে যান, তবুও বাজে মন্তাব্য করবেন না, ভাই।আমার ওয়েবসাইটে ঘুরে আসার দাওয়াত রইলো আামার সাইটে যাওয়ার জন্য এখানে ক্লিক করুন
পোস্টটি ভালো লাগলে একটা লাইক দিবেন।
The post আসুন Wapkiz দিয়ে Google এর মতো একটা সার্চ ইন্জিন তৈরী করি, (পার্ট ১) appeared first on Amartips.Mobi.
313 thoughts on “আসুন Wapkiz দিয়ে Google এর মতো একটা সার্চ ইন্জিন তৈরী করি, (পার্ট ১)”